Blog Archive

Written By Bangladeshi on Thursday, 9 March 2017 | 20:59

শীতের জমকালো দীর্ঘ-রাত। কনকনে শীতের প্রাবল্য গোটা প্রকৃতিতে খেলে যাচ্ছে একের পর এক। পথপ্রান্তর ও লোকালয় শূণ্য। হিরাত থেকে নিশাপুরের দিকে যাওয়া গিরিপথগুলোতে মৃত্যুর নিস্তব্ধতা। কোথাও কেউ নেই। সহসাই ভেসে এলো দ্রুতগামী অশ্বখুড়ধ্বনি। সেই ধ্বনিতে পাথুরে ভূমি কেপে উঠলো, খানিকবাদে জনা তিনেক অশ্বারোহীকে ঝড়োবেগে নিশাপুরের দিকে যেতে দেখা যায়...

...এশিয়া মাইনরের ইতিহাস নিয়ে এ কাহিনী! ইতিহাসের ধূষর পাতায় চকচক করা এক উপাখ্যান! নিশাপুরের পার্বত্যাঞ্চল থেকে আড়মোড়া দিয়ে জেগে ওঠা সিংহ শার্দুল - তার নাম সুলতান মুহাম্মাদ ঘুরী!  ভারতবিজেতা , মুক্তিকামী কোটি মানুষের ত্রাণকর্তা মুহাম্মাদ ঘুরী! তরাইনের যুদ্ধে ভারতের ভাগ্যাকাশে সুরাইয়া সেতারা হয়ে উদিত হওয়া লৌহমানব মুহাম্মাদ ঘুরী!...

0 comments:

Post a Comment

E Boi Download© 2014. All Rights Reserved. Template By Seocips.com
SEOCIPS Areasatu Adasenze Tempate Published By Kaizen Template