লাল সাগরের ঢেউ [Lal Sagorer Dheu]
গাটলি মাথায়, পূটলি হাতে
ডেগ, পাতিল আর ডেগচি সাথে
কাতার ধরে পথের ধারে
যাচ্ছে ক’জন যিকির করে।
শহর কিবা গ্রামের মানুষ
গরীব, ধনী নেই কোন দোষ
শিক্ষিত বা মুর্খ সবে
এক কাতারেই চলতে হবে।
এই হলো ভাই তাদের নিয়ম
খাচ্ছেনা কেউ অধিক বা কম।
সবাই খাবে এক বাসনে
উদার মনে সরল প্রাণে।
মসজিদে মসজিদে হয় তারা মেহমান
থালা,বাটি, কম্বল লয়ে।
শীত কিবা গরমে, অসুবিধা চরমে
খুশি মনে নেবে তারা সয়ে।
পথে পথে হেটে যায়, সারাদিন কেটে যায়
মানুষের পিঠে হাত বুলিয়ে।
ঈমানের কথা বলে, মেহনতে কৌশলে
দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে।
সুমধুর বয়ানে, হ্রদয়ে বয়ে আনে
সততা, আদর্শের শিক্ষা ।
সত্যের পরিচয় হয় তাতে বিনিময়
প্রাণে প্রাণে ঈমানের দীক্ষা।
তুরাগ পারের ইজতেমায়
লক্ষ্য মানুষ হাত উঠায়।
চোখের পানি যায় ঝরে
মহান প্রভুর দরবারে।
সংগোপনে কাটতে শির
বদ দ্বীনী আর গোমরাহীর।
যায় ছড়িয়ে বিশ্বময়
লক্ষ তাদের বিশ্বজয়।
শহর নগর বন্দরে
ময়দানে আর অন্দরে ।
হক্বের দাওয়াত দেয় তারা
পথ খুঁজে পায় পথ হারা।
রাশিয়া, চীন,জাপান, ফ্রান্স, হিন্দুস্তান
আমেরিকা, বৃটেনের শিকড়ে।
চেয়ে দেখি হতবাক দ্বীন ঈমানের ডাক
চুপি চুপি ডুকে যায় কি করে?
এভাবেই একদিন বাতিল হবে বিলিন
হক্বের গাইবে গান সকলে।
যত হোক আধুনিক, আসবে দুনিয়া ঠিক
দাড়ি টুপি-ওয়ালাদের দখলে।
আইফেল টাওয়ারটা ভেংগে যাবে একদিন
হোয়াইট হাউসের ভিত কাঁপবে।
বাকিংহামের দ্বার হবে আল্লাহর
দিকে দিকে ইসলাম জাগবে।
কাব্যগ্রন্থ: লাল সাগরের ঢেউ
-মুহিব খান।
ডেগ, পাতিল আর ডেগচি সাথে
কাতার ধরে পথের ধারে
যাচ্ছে ক’জন যিকির করে।
শহর কিবা গ্রামের মানুষ
গরীব, ধনী নেই কোন দোষ
শিক্ষিত বা মুর্খ সবে
এক কাতারেই চলতে হবে।
এই হলো ভাই তাদের নিয়ম
খাচ্ছেনা কেউ অধিক বা কম।
সবাই খাবে এক বাসনে
উদার মনে সরল প্রাণে।
মসজিদে মসজিদে হয় তারা মেহমান
থালা,বাটি, কম্বল লয়ে।
শীত কিবা গরমে, অসুবিধা চরমে
খুশি মনে নেবে তারা সয়ে।
পথে পথে হেটে যায়, সারাদিন কেটে যায়
মানুষের পিঠে হাত বুলিয়ে।
ঈমানের কথা বলে, মেহনতে কৌশলে
দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে।
সুমধুর বয়ানে, হ্রদয়ে বয়ে আনে
সততা, আদর্শের শিক্ষা ।
সত্যের পরিচয় হয় তাতে বিনিময়
প্রাণে প্রাণে ঈমানের দীক্ষা।
তুরাগ পারের ইজতেমায়
লক্ষ্য মানুষ হাত উঠায়।
চোখের পানি যায় ঝরে
মহান প্রভুর দরবারে।
সংগোপনে কাটতে শির
বদ দ্বীনী আর গোমরাহীর।
যায় ছড়িয়ে বিশ্বময়
লক্ষ তাদের বিশ্বজয়।
শহর নগর বন্দরে
ময়দানে আর অন্দরে ।
হক্বের দাওয়াত দেয় তারা
পথ খুঁজে পায় পথ হারা।
রাশিয়া, চীন,জাপান, ফ্রান্স, হিন্দুস্তান
আমেরিকা, বৃটেনের শিকড়ে।
চেয়ে দেখি হতবাক দ্বীন ঈমানের ডাক
চুপি চুপি ডুকে যায় কি করে?
এভাবেই একদিন বাতিল হবে বিলিন
হক্বের গাইবে গান সকলে।
যত হোক আধুনিক, আসবে দুনিয়া ঠিক
দাড়ি টুপি-ওয়ালাদের দখলে।
আইফেল টাওয়ারটা ভেংগে যাবে একদিন
হোয়াইট হাউসের ভিত কাঁপবে।
বাকিংহামের দ্বার হবে আল্লাহর
দিকে দিকে ইসলাম জাগবে।
কাব্যগ্রন্থ: লাল সাগরের ঢেউ
-মুহিব খান।
0 comments:
Post a Comment