Blog Archive

Written By Bangladeshi on Tuesday 28 February 2017 | 17:05

শিয়া-সুন্নী দাঙ্গা উস্কে দিয়ে হীনস্বার্থ উদ্ধার করতে চাইলেন আব্বাসীয় খেলাফতের উজিরে আযম ইবনে আলকামী। ষড়যন্ত্রের সিড়ি বেয়ে ক্ষমতার শীর্ষে আরোহন করতে চাইলেন তিনি। একপর্যায়ে বাগদাদ আক্রমনের জন্য আমন্ত্রন জানালেন মোগল সম্রাট হালাকুখানকে। অদূরদর্শী আব্বাসীয় খলিফা মুসতাসিম বিল্লাহকে ভূল বুঝিয়ে সেনাসংখ্যা হ্রাস করে দেশের সামরিক শক্তি খর্ব করে হালাকুখানের বাগদাদ দখলের পথ সুগম করে দিলেন। দেশ প্রেমিকদূরদর্শী শাহাজাদাদের কথায় কর্ণপাত করলেন না নির্বোধ খলিফা। সামরিক শক্তি সুসংহতকরে দেশকে শত্রুর কবল থেকে মুক্ত রাখার পরিবর্তে সম্পদ পুঞ্জিভূত করার ভূত চেপে বসলো তার মাথায়। দীন-ধর্ম ও আল্লাহ-রাসূলকে ভূলে গিয়ে লোভ বিলাসিতায় মেতে উঠল রাজপরিবার ও বাগদাদবাসী। মদ-নারীতে অভ্যস্ত হয়ে উঠলেন খলিফা স্বয়ং।

কি হল তার পরিণাম? কি পরিণতি ঘটল ক্ষমতা পাগল বিশ্বাসঘাতক ইবনে আলকামীর? কি পরিণতি ভোগ করতে হল অদূরদর্শী বিলাসী খলিফার? কি ভয়াবহ ধংসলীলা নেমে এসেছিল বিলাসী রাজ পরিবার ও বাগদাদের মুসলমানদের উপর? কি হল আবু বকর-ফিরদাউস, আহমার-নাজমা ও আহমদ-হাজেরার ভালোবাসার? এসব নিয়ে রচিত হল শ্বাসরুদ্ধকর ও রোমাঞ্চকর ঐতিহাসিক উপন্যাস “পতনের ডাক”।

0 comments:

Post a Comment

E Boi Download© 2014. All Rights Reserved. Template By Seocips.com
SEOCIPS Areasatu Adasenze Tempate Published By Kaizen Template