Blog Archive

Written By Bangladeshi on Sunday 26 February 2017 | 17:01

ঘটনা সংক্ষেপঃ
১৯৯২ সালে পাকিস্তানের প্রখ্যাত আলেম, পীরে কামেল মাওলানা জুলফিকার আহমদ নক্বশবন্দী হাফিজাহুল্লাহ কর্তৃক সম্পূর্ণ অচেনা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত, ইমাম বুখারী, ইমাম তিরমিজী (রা –সহ লাখো উলামায়ে কেরামের জন্মভূমি মধ্য এশিয়ার রাষ্ট্র উজবেকিস্তান সফরের অনবদ্য কাহিনী।

ভ্রমণকাহিনী হিসেবে লেখা হলেও “লাহোর থেকে বুখারা” কেবল বিভিন্ন দৃশ্যের বর্ণনায় সীমাবদ্ধ নয়। বরং ভ্রমণ কাহিনীর আড়ালে গ্রন্থটি আল্লাহ তাআলার অদৃশ্য সাহায্যের এক অনুপম বর্ণনায় পূর্ণ। কিছু অংশ পড়ার সময় হৃদয়ে অদ্ভুত এক অবস্থা তৈরি হয়। প্রশ্ন জাগে; সত্যিই কি এমন কিছু সম্ভব! যেহেতু লেখকের স্বহস্তে লিখিত, সেই হিসেবে অবিশ্বাসের কিছু নেই। বরং রিয়া/লোক দেখানোর আশঙ্কায় অনেক কিছু হয়তো প্রকাশ করেননি, এমন ধারণা করা যেতে পারে।

ডাউনলোড


0 comments:

Post a Comment

E Boi Download© 2014. All Rights Reserved. Template By Seocips.com
SEOCIPS Areasatu Adasenze Tempate Published By Kaizen Template