Blog Archive

Written By Bangladeshi on Thursday 23 February 2017 | 20:51


#রিভিউঃ টগর ক্লাস সিক্সে পড়ুয়া একটি ছেলে। ভীষণ চঞ্চল এবং দুষ্ট প্রকৃতির। নিজের বাসায় তাঁর একটি গোপন জায়গা আছে। সেখানে সুন্দর করে সাজানো আছে গুজবামের ১০টি বই, হ্যারি পটারের ২টি বই, বোতল, চিপস, বালিশ। পাপ-পুন্যের একটি খাতাও আছে। যেখানে সে তাঁর নিজের পাপ-পুন্যগুলো লিখে রাখে। আরও আছে একটি “চুরির বাক্স”। সেখানে কোন জিনিস চুরি করে এনে অল্প কিছুদিন লুকিয়ে রাখে। তবে সে চোর নয় কিন্তু। মজা পাওয়ার জন্যে এসব করে। কি অদ্ভুত তাইনা? টগরের পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু তাঁর মতই অদ্ভুত। তাঁর মা এমন সব আইটেম রান্না করেন যা কেউ কখনো খায়নি,শোনেনি পর্যন্ত! ঝাল রসগোল্লা, মিষ্টি গরুর কালিয়া, ঝাল আপেল ডেজার্ট, মুরগির মাংসের মিষ্টি কাবাব, মিষ্টি চটপটিসহ হাবিজাবি আইটেম বানিয়ে সকলকে খাওয়ায়। টগরের দাদিয়া, সে সারাটা দিন শুয়ে কাটায় লেপ গায়ে দিয়ে। সেই লেপে আছে অনেক টাকা। তাই তাঁর ঘরে কারো প্রবেশ একদমই পছদ করেননা। তাঁর বড় চাচাকে বাসার সবাই ভয় পায়। এমনকি বাসার ফার্নিচারগুলোও। তিনি টগরদের বাড়ির যে কোন অন্যায়ের বিচার করে থাকেন। দাদিয়া ছাড়া আর কারো বড় চাচার মুখের উপর কথা বলার সাহস নেই। আরও আছে বাবা, বড় বোন নিলু যার মাথায় কোন বুদ্ধি নেই,সে ঝগড়াটে স্বভাবের। একদিন সন্ধ্যাবেলা, তাঁদের বাসায় ধুন্ধুমার কাণ্ড হবে। কারন, ছেঁচা দেয়া হবে একজনকে। সে ভয়ঙ্কর কাজ করেছে। ছেঁচা দেবার জন্যে আয়োজন চলছে সকাল থেকে, আনুষ্ঠানিক শাস্তিতো তাই। যাকে ছেঁচা দেওয়া হবে সে হচ্ছে টগরের ছোটমামা শুভ্র। কারন সে হলুদ পাঞ্জাবি পরে হিমু হয়ে গেছে। নাম অবধি পাল্টে ফেলল নিজের। কিছু ছেলে আছে যারা শিক্ষাজীবনে কোনদিন ফার্স্ট না হয়ে থাকতে পারেনা। শুভ্র এমনই ছেলে। আর তাঁর মাথায় কিনা হিমু হবার ভূত চাপল! শুভ্র হিমু হবার পর থেকেই এই অদ্ভুত পরিবারের অদ্ভুত কর্মকাণ্ডগুলো আরও বেড়ে গেল। কারণ, শুভ্র হিমুর মত জীবনযাপন করতে শুরু করেছে। আর হিমুকে তো সকলেই চিনেন। তাঁর কর্মকাণ্ডগুলো সকলেরই জানা। এরপর কি ঘটতে লাগল ঐপরিবারে? জানতে হলে পড়তে হবে এই অসাধারণ বইটি। কেননা এই অদ্ভুত পরিবারের অদ্ভুত কর্মকাণ্ডগুলো একসাথে জড়ো করে হুমায়ুন আহমেদ লিখেছেন “হিমু মামা”। পাঠ-প্রতিক্রিয়াঃ যদিও বইয়ের ক্যাটাগরিতে বলা আছে কিশোর উপন্যাস কিন্তু আমার কাছে মনে হয়েছে এ-বই বড়দেরও পাঠ-উপযোগী। তাছাড়া শুভ্র হিমুকে অনুকরণ করতে গিয়ে যে হাস্যরসের সৃষ্টি হয় তা হুমায়ুন আহমেদের বর্ণনায় হয়ে ওঠেছে চমকপ্রদ। সুতারাং, ছোট-বড় সকলে “হিমু মামা” না পড়লে কিন্তু মজা মিস হয়ে যাবে অনেক কিছু।













Tag:gauripur jongshon,gauripur jongshon pdf,gauripur jongshon by humayun ahmed,gouripur jongshon by humayun ahmed,gouripur jongshonগৌরীপুর জংশন,গৌরিপুর জংশন.গৌরীপুর জংশন হুমায়ুন আহমেদ,গৌরীপুর জংশন pdf হুমায়ুন আহমেদের বই ,হুমায়ুন আহমেদ এর উপন্যাস ,হুমায়ন আহমেদ কবিতা,হুমায়ুন আহমেদ এর গল্প,হুমায়ন আহমেদ গল্প,নীল অপরাজিতা হুমায়ূন আহমেদ,অপরাহ্ন হুমায়ূন আহমেদ,অমানুষ হুমায়ূন আহমেদ, অপেক্ষা হুমায়ূন আহমেদ pdf,হুমায়ুন আহমেদ আমার ছেলেবেলা,মিসির আলী হুমায়ুন আহমেদ,হুমায়ুন আহমেদ মিসির আলি,হুমায়ূন আহমেদ ইবুক,হুমায়ন আহমেদ ইবুক,ইস্টিশন হুমায়ূন আহমেদ,ইমা হুমায়ূন আহমেদ,হুমায়ন আহমেদের ই বুক,হুমায়ুন আহমেদ ই বুক,হুমায়ূন আহমেদ উপন্যাস,হুমায়ন আহমেদ উপন্যাস সমগ্র,হুমায়ন আহমেদ উপন্যাস,হুমায়ূন আহমেদের কয়েকটি চিঠি ও একটি ডায়রি,হুমায়ূন আহমেদের উপন্যাস,হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র,হুমায়ূন আহমেদ উপন্যাস pdf,হুমায়ূন আহমেদ এর উপন্যাস,হুমায়ন আহমেদ এর হিমু,হুমায়ুন আহমেদ এর হিমু সমগ্র,হুমায়ন আহমেদ এর গলপ,হুমায়ন আহমেদ এর গল্পের বই,হুমায়ন আহমেদ এর গল্প সমগ্র,হুমায়ন আহমেদ এর ছোট গল্প,হুমায়ন আহমেদ বই ডাউনলোড,হুমায়ন আহমেদ এর বই ডাউনলোড,দেয়াল হুমায়ূন আহমেদ ডাউনলোড,দেয়াল হুমায়ূন আহমেদ ডাউনলোড pdf,হুমায়ুন আহমেদ দেয়াল,দেবী হুমায়ুন আহমেদ,দেয়াল হুমায়ুন আহমেদ pdf,দেবি হুমায়ুন আহমেদ,দ্বৈরথ হুমায়ুন আহমেদ,সূর্যের দিন হুমায়ুন আহমেদ,হুমায়ূন আহমেদ পিডিএফ,হুমায়ূন আহমেদ ওমেগা পয়েন্ট,ঘরে বাইরে হুমায়ূন আহমেদ হাজার প্রশ্ন,হুমায়ন আহমেদ বই,হুমায়ন আহমেদ এর বই,হুমায়ন আহমেদ এর বই pdf,বই হুমায়ুন আহমেদ,হুমায়ুন আহমেদ এর বই ডাউনলোড,হুমায়ুন আহমেদের বই ফ্রি ডাউনলোড,,হমায়ুন আহমেদ এর বই এর তালিকা,হুমায়ুন আহমেদের সব বই,হুমায়ুন আহমেদের বই pdf,হুমায়ুন আহমেদের বই সমগ্র,হুমায়ুন আহমেদের গল্পের বই,হুমায়ুন আহমেদ এর বই free download,মধ্যাহ্ন হুমায়ন আহমেদ,হুমায়ন আহমেদ রচনা,লেখক হুমায়ূন আহমেদ,শূন্য হুমায়ূন আহমেদ,শুভ্র হুমায়ূন আহমেদ,হুমায়ূন আহমেদ সমগ্র,হুমায়ন আহমেদ এর সকল বই,হুমায়ন আহমেদ এর হিমু সমগ্্‌হুমায়ূন আহমেদ এর সকল বই,গল্প সমগ্র - হুমায়ূন আহমেদ,হুমায়ূন আহমেদ হিমু,হুমায়ন আহমেদ হিমু,মাতাল হাওয়া হুমায়ূন আহমেদ,হিজিবিজি হুমায়ূন আহমেদ ,হুমায়ূন আহমেদ এর হিমু,মাতাল হাওয়া হুমায়ূন আহমেদ pdf,humayun ahmed books,humayun ahmed pdf,humayun ahmed books list,humayun ahmed books pdf download,humayun ahmed books free download murchona,humayun ahmed himu books pdf,humayun ahmed 1st book,humayun ahmed book 1971,humayun ahmed top 10 books,humayun ahmed books 1971,himu by humayun ahmed 1993 .pdf,humayun ahmed's 200 books direct download,humayun ahmed 2013 books,humayun ahmed books 2012,humayun ahmed books 2011,humayun ahmed book 2012,humayun ahmed books 2014,humayun ahmed books 2012 free download

0 comments:

Post a Comment

E Boi Download© 2014. All Rights Reserved. Template By Seocips.com
SEOCIPS Areasatu Adasenze Tempate Published By Kaizen Template